হে যুবক তুমি জান্নাতে যেতে চাও?


admin প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন /
হে যুবক তুমি জান্নাতে যেতে চাও?

হে যুবক ভাই আমার! 

নিশ্চয় তুমি জান্নাতে যেতে চাও কিন্তু তোমার নফস তোমাকে জান্নাতের পথে চলতে দেয়না! তোমাকে কোনো ভালো কাজ করতে দেয়না! নফসের বিরুদ্ধে লড়াইয়ে তুমি পরাজিত, এখন তুমি কি করবে? যদি সত্যিই তুমি জান্নাতে যেতে চাও তাহলে প্রথম অবস্থায় ভালো কাজ করতে না পারলেও কয়েকটি গোনাহের কাজ থেকে নিজের নফসকে আপাতত কন্ট্রোল করতে হবে। যেমনঃ 

হাফ প্যান্টঃ হাফ প্যান্ট পরার বদঅভ্যাস থাকলে এটাকে পরিবর্তন করে নিবে। কারণ সতর ঢেকে রাখা ফরজ। আর পুরুষের জন্য সতর হচ্ছে নাভী থেকে হাটু পর্যন্ত। সর্বদা সতর ঢেকে রাখবে। কেননা সতর খোলা রাখা গোনাহের কাজ। 

অলংকারঃ মেয়েদের মত কানে দুল, গলায় হার এবং হাতে চুড়ি/ব্রেসলেট পরার অভ্যাস থাকলে এটা তাড়াতাড়ি চেইঞ্জ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ নারীর বেশ ধরে সে জাহান্নামী। সুতরাং জান্নাতি হতে হলে এই অভ্যাস বদলাতে হবে। 

চুলঃ চুল মাথার সৌন্দর্য! এরমানে যত পরিপাটি থাকবে ততই সুন্দর লাগবে। বিধর্মীদের অনুকরণ করে সাইট কেটে মাথার সামনের দিকে অথবা পিছনের দিকে লম্বা করে রাখার অভ্যাস থাকলে এটা বদলাতে হবে। 

নখঃ প্রতি সপ্তাহের শুক্রবারে নখ কাটা সুন্নত। যদি তোমার হাতের মধ্যে  হাস-মোরগের মত লম্বা নখ থাকে তাহলে অতি তাড়াতাড়ি তা কেটে ফেলতে হবে। কেননা লম্বা নখ পবিত্রতা অর্জনের ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি করে অনেক সময় পবিত্রতা হাসিল হয়না। 

গালাগালঃ ফ্রেন্ডস বা বন্ধুদের সাথে কথাবার্তা বলার সময় গালাগালি করার অভ্যাস থাকলে এটা সর্বাগ্রে পরিবর্তন করতে হবে। অহেতুক গালাগালি করা গোনাহের কাজ। 

হে প্রিয় ভাই! যদি তোমার নফস তোমাকে ভালো কাজ করতে না দেয় তাহলে তুমি উল্লেখিত ৫ টি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো দেখবে তোমার নফস কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নফস কন্ট্রোল হয়েগেলে জান্নাতের পথ তোমার জন্য অনেকটা পরিষ্কার।