সবাইকে শারদীয় দূর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল আজিজ সুমন


admin প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন /
সবাইকে শারদীয় দূর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল আজিজ সুমন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্বনাথ উপজেলাসহ দেশ-বিদেশের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্ণিং বডির অভিভাবক সদস্য, মেসার্স মুনতাহা ডেভেলপমেন্ট কর্পোরেশন ও মেসার্স সুমন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী, বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট উপদেষ্ঠা, হীরামন সমাজকল্যাণ স্পোটিং ক্লাব, জানাইয়া সাধারণ সম্পাদক, আলোচিত বিশ্বনাথ ডটকম এর প্রধান উপদেষ্ঠা আব্দুল আজিজ সুমন।

এক শুভেচ্ছা বার্তায় আব্দুল আজিজ সুমন বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও সারাদেশে দুর্গোৎসব উদযাপিত হবে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অন্যতম এক স্থান। এখানে সকল ধর্মাবলম্বী মানুষ উৎসবে-আনন্দে, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপন করেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। 

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে উৎসবের উন্মাদনা দেখা যায় তা কিন্তু সত্যিই আমাদের পুলকিত ও মুগ্ধ করে। এই উৎসব বাঙালির ঐতিহ্য। 

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে আশা ব্যক্ত করেন তিনি।