সিলেটের বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর’ জামায়াতের ২০২৫-২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় জামায়াতের ওই দুই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ।
উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর’ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
উপজেলা জামায়াতের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- আমীর মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, বায়তুলমাল সেক্রেটারী আশিকুর রহমান, অফিস ও পাঠাগার সেক্রেটারী আব্দুল মালিক, কৃষি বিষয়ক সেক্রেটারী আব্দুর রহিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারী হাফিজ মোহাম্মদ আলী, শ্রম বিষয়ক সেক্রেটারী হাবিবুর রহমান, যুব ও ক্রীড়া সেক্রেটারী গিয়াস উদ্দিন সাদি।
পৌর জামায়াতের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- আমীর মাওলানা এইচ.এম.আখতার ফারুক, আমীর নাযেবে আমীর পদে আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী তালেব আহমদ গোলাপ, আবু সাঈদ। এছাড়া পৌর জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য পদে শাহিন আহমদ রাজু, মাওলানা হাবিবুর রহমান, এখলাসুর রহমান এবং মজলিসে শূরা সদস্য পদে কাওছার আহমদ নাহিন, মাওলানা আব্দুল গাফ্ফার নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :