পিএসসিতে নন-ক্যাডার পদে চাকরির সুযোগ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:৩৮ অপরাহ্ন /
পিএসসিতে নন-ক্যাডার পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির পদে ৯ম থেকে ১২তম গ্রেডে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ৫০ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

৯ম গ্রেডের যেসব পদে নিয়োগ

পিএসসির মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কাস্টোডিয়ান বা ফিল্ড অফিসার পদে দুজন নেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সহকারী পরিচালক পদে একজন নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে বয়লার পরিদর্শক পদে পাঁচজন নেওয়া হবে। বন অধিদপ্তরে সহকারী কম্পিউটার প্রোগ্রামার ও মেরিন ফিশারিজ একাডেমিতে জুনিয়র ইনস্ট্রাক্টর (কোয়ালিটি কন্ট্রোল) পদে একজন করে নেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।