বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ৭:১০ অপরাহ্ন /
বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শহীদ বুদ্ধিজীবি দিবস’ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের করছাখালী গ্রামস্থ ‘শ্রীরামসী বধ্যভ‚মি’তে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পৌরসভা’সহ সরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‘শ্রীরামসী বধ্যভ‚মি’তে পুষ্পস্তবক অর্পণকালে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিত চন্দ্র ধর রন, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, পরিদর্শক (তদন্ত) আব্দুর রব, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক নবীন সুহেল, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ্র প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিত চন্দ্র ধর রন, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, ফায়ার সার্ভিস স্টেশনের ইন-চার্জ আকরামুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।