বিশ্বনাথে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার


admin প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন /
বিশ্বনাথে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ:: সিলেটের বিশ্বনাথে মাকুন্দা নদীর পাড় থেকে এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সামনে মাকুন্দা নদীর পাড় থেকে শিশুর লাশ উদ্ধার করে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালে মাকুন্দা নদীর পাড়ের একটি জমিতে এ লাশ দেখতে পান তারা।

শিশুটির বয়স এক মাসের কম হবে বলে ধারনা করা হচ্ছে।

বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তি জানান, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।