‘যেকোনো প্রকারে ক্ষমতায় থাকতে হবে, যেকোনোভাবে ক্ষমতায় আসতে হবে’—এ মন্ত্রে উজ্জীবিত সরকার বিরোধী দলের সঙ্গে ঠিক কী আচরণ করতে পারে, সে ব্যাপারে একটা ধারণা সবারই কমবেশি ছিল। ২০১৪ সালের পর থেকে প্রায় এক দশক জবরদস্তিমূলকভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতাসীনেরা কী করেছে, তা দেখেছে দেশের মানুষ।
বিরোধী দলের ওপর ভয়াবহ দমন-পীড়ন ও নির্যাতনের কথা যদি এক পাশে সরিয়েও রাখি, ভিন্নমতের মানুষের ওপর কখনো ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুন, আবার কখনো গুম, বিনা বিচারে হত্যার মতো অস্ত্র ব্যবহার করে ভিন্নমতকে স্তব্ধ করে দিতে চেয়েছে সরকার। গত কয়েক মাসে জেলা-উপজেলার পর বিভাগীয় গণসমাবেশগুলোয় ক্ষমতাসীনদের আচরণ একেবারে স্পষ্ট করে দিয়েছে, আগের দুবারের চেয়ে ন্যূনতম ভিন্ন কিছু হতে যাচ্ছে না সামনে—আবারও ‘যেকোনো মূল্যে’ ক্ষমতায় থাকতে চাইছে ক্ষমতাসীনেরা।
আপনার মতামত লিখুন :