বিশ্বনাথে দুর্বৃত্তের হামলায় আ’লীগ নেতা খুন


admin প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন /
বিশ্বনাথে দুর্বৃত্তের হামলায় আ’লীগ নেতা খুন

সিলেটের বিশ্বনাথে নামাজ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে দুর্বৃত্তের হামলায় উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও বৈরাগী বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে সিলেটের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। আর সেখানে তাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লিলুকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান লিলু নওধার পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) জানাযার নামাজ শেষে মনিরুজ্জামান লিলুর মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জানান, সেনাবাহিনীসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণে এই হত্যাকান্ড সংগঠিত হয়ছে এর আসল রহৎ বের করতে পুলিশী তদন্ত চলছে।