বিশ্বনাথে ৫২ তম জাতীয় সমবায় দিবস উর্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলছে…২০২৩ অনুষ্টিত হয়েছে।
“সমবায়ে গড়ছি দেশ -স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সিলেটের বিশ্বনাথ উপজেলার “এভারগ্রীণ বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে ” প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
আগামী ৪ নভেম্বর ২০২৩ বিশ্বনাথের উপজেলা হলরুমে ৫২ তম সমবায় দিবস বৃহৎ আকারে পালন ও সফল করার লক্ষে নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
সভায় অধ্যাপক শ্রী প্রবিত্র কুমারের সভাপতিত্বে ও বিশ্বনাথ সমবায় ফোরামের আহবায়ক শেখ হাসান মাহমুদ রিপনের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সমবায় কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সহকারী সমবায় পরিদর্শক ফুল রাণী ভট্রাচার্য।
প্রস্তুতি সভায় মতবিনিময় করেন বিশিষ্ট সমবায়ী শামসু মিয়া লালা, শামসুল হক মোল্লা, শ্রী অজিত চন্দ্র দেব, মাসুক মিয়া,আওলাদ আলী, রাজন আহমদ,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওকলস ইউপি মোঃ খায়রুল আমীন আজাদ, মৌলানা লুৎফুর রহমান, আবুল খায়ের মেম্বার,আলা উদ্দীন, নকুল বৈদ্য,আবুল বশর, নেপাল বাবু, অরুণ দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিস সহকারী বুরহান উদ্দীন, সমবায়ী মনির উদ্দিন, সুব্রত দেব, এনাম আলী ও আলো বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর পক্ষে কবি এস.পি.সেবু।
এছাড়া বিভিন্ন সমবায় সমিতির পরিচালক,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :