বিশ্বনাথ সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন /
বিশ্বনাথ সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: : সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়েছে। আজ বেলা ২ টায় বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার’র সভাপতিত্বে ইউপি সচিব অশোক বৈদ্য’র সার্বিক পরিচালনায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচনে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য  নাজিম উদ্দিন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মলিক মিয়া, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফজর রহমান ফজর, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সামিম আহমদ,  ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আশিক মাহমুদ অংশগ্রহণ করে। ইউপি সদস্য বৃন্দের গোপন ভোট প্রদানের মাধ্যমে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিম ৪ টি ভোট পেয়ে লটারীর মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন।

প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচনে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য  মোঃ খালেদ মিয়া, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তানভীর হোসেন ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী আব্দুল মালিক হান্নান অংশগ্রহণ করে। ইউপি সদস্য বৃন্দের গোপন ভোট প্রদানের মাধ্যমে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খালেদ মিয়া ৬ টি ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন।

সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোছাঃ বাবলী বেগম ও ৭,৮ ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য  মোছাঃ রোজিনা বেগম অংশগ্রহণ করে। ইউপি সদস্য বৃন্দের গোপন ভোট প্রদানের মাধ্যমে ৭,৮ ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোছাঃ রোজিনা বেগম ৭ টি ভোট পেয়ে সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কালে অন্যতমদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপ সহকারি কৃষি কর্মকর্তা তানজিদ মাসুম।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন গ্রাম পুলিশ, রাজু চৌধুরী, শিবু কান্তি দাশ, আরকুম আলী প্রমুখ।