বিশ্বনাথ বাজারে শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী


admin প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন /
বিশ্বনাথ বাজারে শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী

নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। বেড়েছে শাক-সবজি, মসলা ও ডিমের দাম। তবে চাল, ডাল, আটা-ময়দা, মাছ, মাংসের দাম আগের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে। শাক-সবজির দাম বাড়ার পেছনে বন্যা পরিস্থিতি খেতের ক্ষয়ক্ষতি ও সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। বন্যা পরিস্থিতির কারণে টমেটো দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকায়, আলু ৭০ টাকা, প্রতি কেজি বেগুন ১০০-১২০ টাকা, কাঁচা পেঁপে ৫০-৬০, শসা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ঝিঙে ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির চড়া দামের কারণ জানতে চাইলে বিশ্বনাথ বাজারের সবজি বিক্রেতা সুমন মিয়া বলেন, ‘বন্যায় সবজি খেত তছনছ হয়েছে। বাজারে সবজির সরবরাহ অনেক কমেছে। তাই দাম বাড়তি।’

বাজারে এক ক্রেতা মানিক মিয়া বলেন, প্রতিদিন অটোরিক্সা চালিয়ে ৪০০-৫০০ টাকা ইনকাম করে সবজি বাজার আসার পর সবজি ক্রয় করতে গেলে মাছ আর অন্য খরচ কেনা যায়না। এতে মধ্যবৃত্ত ও অসহায় গরিব পরিবার অল্প উপার্যনে খুবই কষ্টের মধ্য দিয়ে জীবন-যাপন  করছে।

পেঁয়াজ, রসুন ও আদার মতো নিত্য প্রয়োজনীয় মসলার দাম বেড়েছে । প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি আমদানি করা রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি কেজি আমদানি করা আদা ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গের মতো আমদানিনির্ভর মসলার দাম কেজিতে ২০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

দীর্ঘদিন ধরে চড়া ডিমের দাম এ সপ্তাহে আরও কিছুটা বেড়েছে।  হালি হিসেবে কিনতে গেলে ৫৫-৬০ টাকার নিচে ডিম পাওয়া যাচ্ছে না। পাড়ার কিছু কিছু মুদি দোকানে ৭০ টাকা হালি হিসেবেও ডিম বিক্রি হচ্ছে।

ঊর্ধ্বমুখী বাজারে মাংসের দাম নতুন করে আর বাড়েনি। এ সপ্তাহে আগের মতোই প্রতি কেজি ব্রয়লার ১৭০-২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। গরুর মাংসও ৮০০-৯০০ টাকা কেজিতে স্থির রয়েছে।