বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা


admin প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৩, ৮:০১ অপরাহ্ন /
বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (মুলতবিকৃত) বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের পুরাণ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। এছাড়া বিশ্বনাথ প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান ব্যাপক আয়োজনের মাধ্যমে বাস্তবায়নসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  গ্রহন করা হয়।

প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম ও আহমদ আলী হিরন।