বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুর্ণমিলনী ও জরুরি সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন /
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুর্ণমিলনী ও জরুরি সভা অনুষ্ঠিত

সংবাদ কর্মীদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুর্ণমিলনী ও জরুরি সভা অনুষ্টিত হয়েছে।

আজ ০৬/০৭/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অত্র প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ কে এম তুহেম, সহ-সভাপতি মজলু মিয়া, দপ্তর সম্পাদক এস পি সেবু, নির্বাহী সদস্য অজিত চন্দ্র দেব, মোঃ আব্দুল কাইয়ুম, ছালেক উদ্দিন ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।

এ সময় উক্ত প্রেসক্লাবের সভাপতি, বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি সমাজ কল্যাণ মূলক কাজগুলোতেও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ যেন তাদের পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ভুমিকা রাখেন। দেশ, মানুষ ও জনপদের কথা যেন লেখনির মাধ্যমে প্রকাশিত হয় এদিকে গুরুত্ব দিতে হবে।

সভা শেষে, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসুস্থ শাহীন উদ্দিনকে দেখতে তার বাসায় যান উক্ত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।