বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান দয়ালের সহায়তায় ফ্রি চক্ষুসেবা পেলেন দুই শতাধিক রোগী


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন /
বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান দয়ালের সহায়তায় ফ্রি চক্ষুসেবা পেলেন দুই শতাধিক রোগী

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সহায়তায় ফ্রি চক্ষুসেবা পেয়েছেন ২ শতাধিক গরীব-অসহায় চক্ষু রোগী। রোববার (১ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত ‘দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প’র উদ্বোধন করেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার। 

মুনদাতা এইড ইউকের অর্থায়নে ও এসোসিয়েশন ফর ম্যাশ এডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান)’র সহযোগিতায় এবং ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি এই চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা সকল রোগীকেই বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ৩০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অন্যান্য রোগীকে বিনামূল্যে ঔষধ ও চশা প্রদান করা হয়।

‘ফ্রি চক্ষু ক্যাম্পে’ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আহাদ মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মনির উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালিক হান্নান, ৩নং ওয়ার্ডের মেম্বার শেখ ফজর রহমান, ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগরের ব্যবস্থাপক শফিকুর রহমান, এসোসিয়েশন ফর ম্যাশ এডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান)’র প্রতিনিধি সরাফত আলী।

ক্যাম্পের শুরুতেই দোয়া পরিচালনা করেন উত্তর ধর্মদা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান। ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া রশিদপুর আঞ্চলিক শাখার একটি দল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।