বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন


admin প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন /
বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী লামাকাজী ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ কার্যকালের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, অফিস ও পাঠাগার সেক্রেটারী আব্দুল মালিক, কৃষি বিষয়ক সেক্রেটারী আব্দুর রহিম, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী।

লামাকাজী ইউনিয়ন জামায়াতের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- আমীর আব্দুল আলী, সেক্রেটারী জুয়েল আহমদ, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী মঈন উদ্দিন, উবায়দুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, বায়তুলমাল সম্পাদক মুজাহিদ আলী, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুস শহিদ, অফিস ও পাঠাগার সম্পাদক আবু তুরাব, উলামা বিভাগ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, তারবিয়াত মাওলানা আব্দুল বাকি, মানবসম্পদ সম্পাদক আলী আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মুক্তার হোসাইন, পেশাজীবি সম্পাদক আতাউল মুগনী, শ্রম বিভাগ সম্পাদক আব্দুল লতিফ, যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা আবু সাঈদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুছন আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ, স্বাস্থ্য সেবা সম্পাদক সাদিক আহমদ, মিডিয়া সম্পাদক আর এ আব্দুল্লাহ, সহকারী প্রচার সম্পাদক আব্দুল মমিন কালা, সহকারী অফিস সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী শিল্প ও বাণিজ্য সম্পাদক সুজন মিয়া, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল খালিক, সহকারী মিডিয়া সম্পাদক আতিকুর রহমান, সহকারী পেশাজীবি সম্পাদক রুমান উদ্দীন, সহকারী উলামা বিভাগ সম্পাদক ক্বারী মাওলানা গোলাম কিবরিয়া।