বিশ্বনাথে মাদকসহ যুবক গ্রেফতার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ২:০৩ অপরাহ্ন /
বিশ্বনাথে মাদকসহ যুবক গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে ছয় পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) রাতে পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আহমেদ উপজেলার অলংকারী-পৌদনাপুর গ্রামের আবদুল খালিকের ছেলে।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০, তারিখ-২২.১২.২০২৪।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেই তার জ্যাকেটের পকেটে থাকা পলিথিনে প্যাঁচানো ছয় পিস ইয়াবা ট্যাবলেট ও কাগজে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা বের করে দেন।