সিলেটের বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে ফ্রি খৎনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ডিসেম্বর) রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এই ফ্রি খৎনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, নিজের দায়বদ্বতা থেকে সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের জন্য সেবামূলক কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন’। ইনশাআল্লাহ নিজ এলাকার অসহায় মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হবে। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমিগ্রেশন আইনজীবি জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন কয়েস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মাওলানা শহিদুর রহমান।
খৎনা অনুষ্ঠানে সংবিধান বিশেষজ্ঞ, সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী, ব্যারিস্টার নাজির আহমদের অর্থায়নে দরিদ্র-অসহায় পরিবারের শিশুদেরকে ফ্রি খৎনা দেয়া হয়। এসময় প্রত্যেক শিশুকে পাঞ্চাবী, লুঙ্গি, টুপি ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :