সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রাণ গেল জলাল উদ্দিন (৫০) নামের এক টমটম চালকের। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ৫টার দিকে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক’র পীরেরবাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনাটি সংগঠিত হয়। নিহত টমটম চালক জলাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ব্রাক্ষণডুরা গ্রামের কফিল উদ্দিন পুত্র। তবে দীর্ঘদিন ধরে সে উপজেলার পীরেরবাজার এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছে।
এদিকে সড়ক দূর্ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে’ চরম যানজটের সৃষ্টি হয়। রাত প্রায় ১০টা পর্যন্ত বহাল থাকা যানজট নিরসনে থানা পুলিশ’সহ স্থানীয় স্বেচ্ছাসেবীদের টালমাটাল অবস্থা হয়। যানজটের কারণে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে বাজারের ব্যবসায়ী, ক্রেতা, যানবাহনের যাত্রা’সহ সর্বসাধারণকে। অবশেষে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের ও থানা পুলিশের যৌথ প্রচেষ্ঠায় রাত সাড়ে ১০টার দিকে সড়কে থাকা যানজট দূর করে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জগন্নাথপুর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিশ্বনাথের পীরেরবাজারে আসার পর একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। আর বাসের ধাক্কায় টমটমের চালক জলাল উদ্দিন গূরুত্বর আহত হন। রক্তাক্ত অবস্থায় আহত জলাল উদ্দিনকে স্থানীয় জনসাধারন চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
সড়ক দূর্ঘটনায় টমটম চালক জলাল উদ্দিনের মৃত্যুর সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ থানার এসআই জামাল উদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :