বিশ্বনাথে পিএজফি’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ন /
বিশ্বনাথে পিএজফি’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ধানহাটায় ‘পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি)’র উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট জেলা সমন্বয়কারী একে কুদরত পাশা।
সমাবেশে বক্তারা বলেন, আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতির বিশ্বনাথ উপজেলা গড়তে চাই। আর তাই বিশ্বনাথে শান্তি সম্প্রতি বজায় রাখতে পিএফজি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি সকল ধর্মের, সকল মতের মানুষ এক হলে এ কাজ করা আরোও সহজ হবে।
পিএফজির উপজেলা অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েন খানের সভাপতিত্বে এবং ইয়ুথ গ্রæপ উপজেলার অ্যাম্বাসেডর আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হাসান মাহবুব রিপন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রব, পিএফজি বিশ্বনাথ উপজেলার অ্যাম্বাসেডর তজম্মুল আলী রাজু, সদস্য মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুক, মোহাম্মদ কাওছার খান, সফিক আহমদ পিয়ার মেম্বার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া, সংগঠক সমছু মিয়া লালা।