বিশ্বনাথে জয়তি সম্মননা পেলেন চার নারী


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন /
বিশ্বনাথে জয়তি সম্মননা পেলেন চার নারী

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’ নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘জয়িতা অণে¦ষণে বাংলাদেশ’র অংশ হিসেবে উপজেলা পর্যায়ে চারটি ক্যাটাগরিতে জয়িতা নারীদের সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বনাথ উপজেলায় এবার ‘অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন উপজেলার রামপাশা ইউনিয়নের জমসেরপুর (আমতৈল) গ্রামের ওদুদ মিয়া ও ছালাতুন বেগম দম্পতির কন্যা হাকিমা বেগম, ‘দুর্যোগের বিভীষিকা মুছে ঘুড়ে দাঁড়িয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের নূরুল ইসলাম ও শাহেনা আক্তার দম্পত্তির কন্যা মোছাঃ রিমা বেগম, ‘সফল জননী’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন উপজেলার লামাকাজী ইউনিয়নের মিরপুর গ্রামের আরশ আলীর স্ত্রী বিলকিছ বেগম এবং ‘সমাজ উন্নয়নে নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের এখলাছুর রহমানের স্ত্রী হাসিনা বেগম।

উপজেলা পরিষদ সম্মেলন পক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। সভা শেষে ‘জয়িতা নারীদের’ হাতে সম্মাননা স্মারক ও সাটির্ফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। সভায় নিজেদের সফলতার অনুভ‚তি প্রকাশ করে বক্তব্য রাখেন সফল জয়িতা বিলকিছ বেগম, হাসিনা বেগম, হাকিমা বেগম, রিমা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।