বিশ্বনাথে আ’লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন /
বিশ্বনাথে আ’লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা-পৌর স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানের তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেল আড়াইটার দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন আদেশ নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃত নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পৌর শহরের বিদায়সুলপানী গ্রামের রিয়াজ আলীর পুত্র সিরাজুল ইসলাম সিরাজ (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও পৌর শহরের শরিষপুর গ্রামের জয়দু মিয়ার পুত্র রফিক মিয়া (৪০) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের আবুল কালামের পুত্র শামীম আহমদ (৩২)। এছাড়াও একই দিনে পুলিশ উপজেলার লামাকাজী এলাকা থেকে আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট পৌর শহরে ‘আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাংচুর এবং মার্কেটের ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা-মোটর সাইকেল পোড়ানোর অভিযোগে থানায় দায়ের করা দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা ও পৌর আওয়ামী লীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, বিকেলের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।