নিজস্ব প্রতিবেদকঃ
প্রথমবারের মত আয়োজিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক ১ম আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা”২০২৪”সফল সমাপ্তি।
গত ২৫,শে জানুয়ারি মোহামেডান স্পটিং ক্লাব, চাঁনশীর কাপন মাঠে জমকালো উদ্ধোধনের মধ্যদিয়ে শুরু হওয়া আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, উপজেলার ৮টি ইউনিয়নের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে তুমুল প্রতিধন্ধিতাপুর্ণ টুর্নামেন্ট কোনোপ্রকার অনিয়ম বিশৃঙ্খলা ছাড়া শান্তিপুর্ণভাবে গত ৯ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার ফাইন্যালে ৮নং দশঘর ইউনিয়ন, রানার্সআপ ও ৪নং রামপাশা ইউনিয়ন প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জনের মধ্যদিয়ে প্রথম আসর, টির সফল সমাপ্তি হয়।
এদিকে চমৎকার সুশৃঙ্খল আয়োজনে ফুটবল টুর্নামেন্ট,র সফল সমাপ্তির জন্য বিশ্বনাথবাসী-সহ সকল কর্মকর্তা সেচ্ছাসেবকবৃন্দ, ও অংশ্যগ্রহণকারী দল দর্শকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন কমিঠি ইউ,কের নেতৃবৃন্দ,
তারা হলেন…..সভাপতিঃ মশিউর রহমান খান জামিল, সিনিয়র সহ-সভাপতি নাজরুল ইসলাম নজর, সহ-সভাপতি রাজু মিয়া, আশরাফ খান, শাহ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদকঃ নজরুল ইসলাম রুহেল, সহ-সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সেলিম, খলিলুর রহমান, মিজানুর রহমান মিজান, আবদুস ছাত্তার রাজন, অর্থ সম্পাদক-আবু মনসুর, সহ অর্থ সম্পাদকঃ শামিম নুর, ফান্ডরাইজিং এডভাইজার রুহেল মিয়া, সহকারী ফান্ডরাইজিং এডভাইজার ইকবাল উদ্দিন খান, স্পোর্টস এডভাইজার ফুটবল কো-অডিনেটর, মুহাম্মদ কামাল উদ্দিন, আমিনুল ইসলাম লাভলু, ক্রিকেট কো-অডিনেটর-পারভেজ হাসান, হাফিজুর রহমান রুহেল, লিগ্যাল এ্যাডভাইজার, মিজানুর রহমান,
ব্যাডমিন্টন কো, অডিনেটর, মুমিন রহমান, ছালিক মিয়া, রশিটান-আমিনুল ইসলাম মামুন, কাবাডি-আমির আলী, ভলিবল-বিপ্লব মিয়া, ইয়ুথ রিপেজেনটিভ-মিজানুর রহমান, জিলু মিয়া, মিডিয়া এডভাইজার রুমেল বাদশা, আশরাফ উদ্দিন।
সদস্য-গিয়াস উদ্দিন সেবুল, জালাল মিয়া, মিজানুর রহমান খান, মুজিবুর রহমান, শাহাব উদ্দিন বাবুল, আবুল হোসেন মামুন, আবদুল কুদ্দুস ইমন, সেলিম আহমদ, জুনেদ মিয়া, সুহেল মিয়া, রাজহান মিয়া, শাহিন আহমদ, জুয়েল আহমদ, মুহাম্মদ খলিল। প্রমুখ….
আপনার মতামত লিখুন :