পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আব্দুল আজিজ সুমন


admin প্রকাশের সময় : জুন ২৬, ২০২৩, ১১:১৯ অপরাহ্ন /
পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আব্দুল আজিজ সুমন

নিজস্ব প্রতিবেদক : মুসলিম উম্মাহ এর প্রধান উৎসব পবিত্র  ঈদুল -আযহা -২০২৩ উপলক্ষে দেশ ও বিদেশ এর সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল-আযহা শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত বিশ্বনাথ ডটকম এর উপদেষ্টা আব্দুল আজিজ সুমন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ভাই-বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে ঈদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্ণিং বডির অভিভাবক সদস্য, মেসার্স মুনতাহা ডেভেলপমেন্ট কর্পোরেশন ও মেসার্স সুমন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী, বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট উপদেষ্ঠা, হীরামন সমাজকল্যাণ স্পোটিং ক্লাব, জানাইয়া সাধারণ সম্পাদক, আলোচিত বিশ্বনাথ ডটকম এর প্রধান উপদেষ্ঠা আব্দুল আজিজ সুমন।

তিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আব্দুল আজিজ সুমন বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।

সেই সাথে সমাজের বৃত্তবানসহ আমাদের সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো। তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে। ঈদুল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশ প্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ- গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা খুশি ভাগাভাগি করে নেই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক-ঈদ মোবারক।