সিলেটের বিশ্বনাথ পৌরাসভার মেয়র মুহিবুর রহমান সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে যাওয়ার পর দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রফিক হাসান।
বিশ্বনাথ পৌরসভাসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের মানুষ বিশ্বনাথ পৌরসভার সকল নাগরিক ও ৫নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আযহা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রফিক হাসান।
সোমবার (২৬ জুন) এক শুভেচ্ছা বাণীতে পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রফিক হাসান এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ঈদুল আযহা আমাদেরকে ইব্রাহিমের আ. ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত স্মরণ করে দেয়। ইব্রাহিম আ. ও তাঁর ছেলে ইসমাঈল আ. আল্লাহর কাছে নিজেদের যেভাবে আত্মসমর্পণ করেছেন, পৃথিবীর ইতিহাসে এটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের আদর্শকে ধারণ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লাখ লাখ মুসলমান জিলহজ মাসে ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করে। পবিত্র কুরবানির মাধ্যমে মুমিন বান্দাহদের অন্তরে আল্লাহর রাহে জীবন উৎসর্গের জযবা সৃষ্টি হয়। আল্লাহর অনুগ্রহ ও সান্নিধ্য পাওয়ার এই চেষ্টাই কুরবানির বড় তাৎপর্য।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি৷ পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷
ঈদুল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশ প্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ- গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা খুশি ভাগাভাগি করে নেই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক-ঈদ মোবারক।
আপনার মতামত লিখুন :