আলোচিত বিশ্বনাথ ডেক্স: ‘আলোচিত বিশ্বনাথ ডটকম নিউজ পোর্টাল নামে অবিকল একটি ফেসবুক আইডি লক্ষ করা যাচ্ছে।প্রকৃত পক্ষে আমাদের ‘আলোচিত বিশ্বনাথ ডটকম’ এবং এর ইংরেজী নাম হচ্ছে https://web.facebook.com/alochitobishwanath।আমাদের আইডকে অবিকল নকল করে সেই আইডির নাম দেয়া হয়েছে ইংরেজীতে https://web.facebook.com/alocitabisbanatha।আর এই নকল আইডিতে বিভ্রান্তিমূলক কমেন্ট ও পোষ্ট করা হচ্ছে।এতে আমাদের অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এঘটনায় গত ২৮ অক্টোবর রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং- ১৩৩৪।এতে পাঠক ও ফ্লয়ারগণ বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করা হলো। নকল ফেসবুক পেইজ এড়িয়ে যাওয়ার জন্য সকল ভিউওয়ার ও ফ্লয়ারদেরকে প্রতারিত না হওয়ার জন্য অবহিত করা হল। অনুরোধ ক্রমে সম্পাদক ও প্রকাশক সুজিত দেব।
আপনার মতামত লিখুন :