আবুল লেইছের স্মরণে বিশ্বনাথে ডেকোরেটার্স মালিক সমিতির শোকসভা


admin প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন /
আবুল লেইছের স্মরণে বিশ্বনাথে ডেকোরেটার্স মালিক সমিতির শোকসভা

সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আবুল লেইছের স্মরণে ‘শোকসভা ও মিলাদ মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেলে পৌর শহরের নতুন বাজার এলাকায় বিশ্বনাথ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির উদ্যোগে ওই ‘শোকসভা ও মিলাদ মাহফিল’ অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকবাল। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আইন উদ্দিন আল-ফাহিম, স্বাগত বক্তব্য রাখেন জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুম আবুল লেইছের পুত্র আবু বক্কর এবং শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ খালেদ আহমদ।

উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাশ শংকুর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ডেকোরেটার্স মালিক সমিতির যুগ্ম সম্পাদক শামছুল হক, অর্থ সম্পাদক রাজু দাস, প্রচার সম্পাদক রবীন্দ্র দাস রথী, দপ্তর সম্পাদক সুমন আহমদ রাজন, ক্রীড়া সম্পাদক সামাদ আহমদ, সদস্য কুদ্দুস আহমদ, রইছ উদ্দিন, উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য মশাহীদ আলী, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া।

বিশ্বনাথের প্রবীন ব্যবসায়ী আবুল লেইছের স্মরণে অনুষ্ঠিত ‘শোকসভা ও মিলাদ মাহফিলে’ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।